সরকারের কঠোর লকডাউনের চতুর্থ দিনে আরো কঠোর অবস্থানে রাঙ্গামাটি জেলা প্রশাসন

84

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-সরকারের কঠোর লকডাউনের চতুর্থ দিনে আরো কঠোর অবস্থানে রাঙ্গামাটি জেলা প্রশাসন। রাঙ্গামাটির জনগনকে সচেতন করে তুলতে বিভিন্ন এলাকায় নেমেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। শহরের প্রবেশপথসহ বিভিন্ন পয়েন্টে পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নজরদারী লক্ষ্য করা গেছে।
এদিকে রবিবার রাঙ্গামাটিতে সর্বোচ্চ ৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। প্রাদুর্ভাব বেড়ে গেলেও মানুষের মাঝে সচেতনতার মাত্রা কমে গেছে। এই অবস্থায় রাঙ্গামাটি শহররে আরো বেশী নজরদারী বাড়াতে জেলা প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন সচেতন মহল।
অন্যদিকে, লকডাউনের কারণে রাঙ্গামাটি শহরের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রাঙ্গামাটি লকডাউন সফল করতে জেলা প্রশাসনের ৫টি মোবাইল টিম রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছেন।
লকডাউনের কারণে বন্ধ রয়েছে শপিংমলসহ সকল মার্কেট। তবে শহরের কাঁচা বাজার খোলা থাকায় কিছু সংখ্যাক মানুষ পায়ে হেটে কাঁচাবাজারে গিয়ে বাজার করতে দেখা গেছে। বিশেষ কারণে বা জরুরী প্রয়োজনে কেউ রাস্তায় বের হলেই পড়তে হচ্ছে পুলিশের জেরার মুখে। রাস্তার বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে পারলে ছেড়ে দেওয়া হয়, অন্যথায় আটকে দেওয়া হচ্ছে তাদের।