অসহায় পরিবারকে গৃহনির্মাণের জন্য ঢেউটিন প্রদান করলো দীঘিনালা জোন

93

সোহেল রানা, দীঘিনালাঃ-অসহায় পরিবারকে খাগড়াছড়ি দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে গৃহনির্মানের জন্য ঢেউটিন প্রদান করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) জোন সদরে বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম থানা পাড়া এলাকার বাসিন্দা মোছা: কুলছুম বিবি (৪০)কে গৃহনির্মাণের জন্য দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে ঢেউটিন প্রদান করেন জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন।
বিতরন কালে জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন বলেন, পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা এবং পুনর্বাসনের কাজে এগিয়ে এসেছে সেনাবাহিনী এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। কুলছুম বিবি বলেন, ৩ সন্তানসহ মোট ৫ সদস্যের নিয়ে অতি কষ্টে মানবেতর জীবন যাপন করছিলাম। অর্থের অভাবে পরিবারের ভরণ-পোষণ এবং গৃহনির্মাণ করা তার জন্য অসম্ভব হয়ে পড়েছে। দীঘিনালা জোন থেকে আমাকে ঘর নির্মানের জন্য ঢেউটিন দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞা জানাই।