কঠোর লকডাউনে বিলাইছড়িতে সড়ক ও নৌ-পথ ফাঁকা

100

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়িঃ-কোভিত-১৯ থেকে সুরক্ষা পেতে সবাইকে স্বাস্থ্য বিধি মানতে ঈদের পর সরকার পুনরায় ১৪দিন লকডাউন ঘোষনা করলে ৩য় দিনেও চলছে কঠোর লকডাউন। কঠোর এই লকডাউনে সড়ক ও নৌ-পথ রয়েছে ফাঁকা। চলাচল করেননি সকল প্রকার সড়ক ও নৌপথে দূরপাল্লার যান। করোনার ২য় ঢেউ মোকাবেলা করতে এবং লকডাউনকে কার্যকর করতে মাঠে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ, সেনাবাহিনী, জনপ্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তি।
এবিষয়ে থানা ইন্সপেক্টর (তদন্ত).এম. এ রউফ খান-এর সঙ্গে কথা বললে তিনি জানান, লকডাউনে প্রতিদিনের মত আজকেও আমাদের টীম দিন ব্যাপী মাঠে কাজ করে যাচ্ছে।
জনবহুল এলাকা বাজার, ধূপ্যাচর, দীঘলছড়ি, নলছড়ি এমনকি গ্রাম পর্যায়েও ঘুরে চোখে পড়ার মত ভীড় লক্ষ্য করা যায়নি।
ফলে, বন্ধ রয়েছে নির্দ্দেশনা মোতাবেক সকল সরকারি-বেসরকারি অফিস,দোকান, শপিংমল, হোটেল-মোটেল।শুধু খোলা রয়েছে নির্দ্দেশনা মোতাবেক নিত্যপ্রয়োজনীয় দোকান, কাঁচা বাজার ও ফার্মেসী দোকান।
তাছাড়া স্বাস্থ্য বিভাগ সূত্রে নতুনকরে আরো ৩ জন করোনা শনাক্তের খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক ধরেছে সবার মনে।এজন্য অতিপ্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ।