বান্দরবানে চলছে কঠোর লকডাউনের প্রথম দিন

147

বান্দরবান প্রতিনিধিঃ-করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশেরমত বান্দরবানে ও চলছে কঠোর লকডাউনের প্রথমদিন। লকডাউনের কারণে বন্ধ রয়েছে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্টান ও গণপরিবহণ। সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে বান্দরবানে মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ১৮টি মোবাইলটিম। আর নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহায়তা করার জন্য মাঠে রয়েছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা।
এদিকে লকডাউন চলাকালে সকাল থেকে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমানআদালত পরিচালনা করছে। ভ্রাম্যমান আদালত সড়কে চলাচলরত জনসাধারণকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি যারা অপ্রয়োজনে বাড়ীর বাইরে আসছে তাদের সচেতনতা করছে।
শহরের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালতের টিম অবস্থান করছে এবং যারা অপ্রয়োজনে ঘরের বাইরে আসছে তাদের সর্তক করার পাশাপাশি জরিমানা করা হচ্ছে।
এসময় লকডাউন চলাকালে সকাল থেকে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কায়েসুর রহমান। তিনি জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে বান্দরবান পুরো জেলার মাঠে রয়েছে ভ্রাম্যমানআদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ১৮টি মোবাইলটিম।