দীঘিনালায় কঠোর লকডাউনে ১৭টি মামলা ১জনের জেল

140

সোহেল রানা, দীঘিনালাঃ-ঈদ আযাহার উপলক্ষে লকডাউন শিথিল করার পর কঠোর লকডাউনের সরকারী নিষধাজ্ঞা অমান্য করায় ১ম দিনে দীঘিনালায় ১৭টি মামলা ৪ হাজার ৪শত টাকা জরিমানা এবং ১জনকে সূর্যস্থ পর্যন্ত জেল প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৩জুলাই) উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রস্ট মোহাম্মদ উল্লাহ। এতে সহযোগীতা করেন, পুলিশ, বিজিবি সদস্যরা।
উপজেলা নির্বাহী আফিসার মোহাম্মদ উল্লাহ বলেন, সরকারী কঠোর লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অমান্যকরায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮নং ধারায় ১৭টি মামলায় ৪হাজার ৪শত টাকা অর্থদন্ড ও এক জনকে সূর্যস্থ পর্যন্ত জেল প্রদান করা হয় এবং তিনি আরো বলেন, কঠোর লকডাউন মেনে চলে সকলে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।