রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহারে ১০ম বিহারাধ্যক্ষ হিসাবে অভিষিক্ত হলেন উ: কেতু মহাথের। বোমাং সার্কেলের ১৭তম রাজা উ: উ চ প্রু চৌধুরীর নেতৃত্বে পার্বত্য মন্ত্রী, রাজ পরিবার বর্গ ও বান্দরবানের বৌদ্ধ ধর্মালম্বী উপাসক-উপাসিকাসহ এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।
বুধবার (২১ জুলাই) সকালে ভিক্ষুসংঘ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বোমাং রাজা উ. উচপ্রু, দায়ক-দায়িকাসহ যথাযথ মর্যাদায় বিহারে প্রবেশের পর পঞ্চশীল গ্রহণপূর্বক ফুল ও ছোয়াইং (আহার) দানের মধ্যদিয়ে নব নিযুক্ত ভান্তেকে অভিষিক্ত করা হয়।
এসময় রাজা উ চপ্রু, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং, রাজপরিবারের সদস্যবর্গ ও দায়ক-দায়িকারা অভিষেক অনুষ্ঠানে অংশ নেন। গত ১১ জুলাই রাজগুরু বৌদ্ধ বিহারের ৯ম বিহারাধ্যক্ষ উ: জ্ঞানপ্রিয় মহাথের প্রয়ানের পর রাজগুরু বিহারে বিহারাধ্যক্ষ আসনটি শুণ্য ছিল।
উল্লেখ্য যে, ঐত্যিবাহী ও প্রথাগতভাবে যুগপরম্পরায় এই রাজগুরু বিহারে বোমাং সার্কেলের রাজা কতৃক বিহারাধ্যক্ষ নিয়োগের বিধান রয়েছে।
তারই ধারাবাহিকতায় বোমাং রাজা ঘোষনা দেন, আজ ২১ জুলাই বুধবার ২০২১ খ্রিষ্টাব্দ হইতে আপনাকে রাজগুরু বৌদ্ধ বিহারে অধিষ্ঠিত অন্তর্বতীকালীন বিহারাধ্যক্ষ হিসাবে সাদরে পুলকিত চিত্তে স্বীকৃতি প্রদান করছি এবং রাজগুরু বৌদ্ধ বিহার এর প্রধান দায়ক হিসাবে আপনার চর্তুপ্রত্যয় পূরণসহ যাবতীয় কুশলাদি সম্পন্ন করার দায়িত্বভার গ্রহণ করিলাম।