রাঙ্গামাটি জেলা পরিষদ কর্তৃক কাপ্তাইয়ে ১শত ৮০ জন কৃষকের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

117

ঝুলন দত্ত, কাপ্তাইঃ-রাঙ্গামাটির কাপ্তাইয়ে ১শত ৮০ জন কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক মঙ্গলবার (২০ জুলাই) বেলা ২টায় কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মুখে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী। এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার।
বিতরণ অনুষ্ঠানে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌঃ আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা ধনা, সদস্য হ্রদয় তনচংগ্যা, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক অমল কান্তি দে, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক এ আর লিমন, চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সুমন সহ কৃষকরা উপস্থিত ছিলেন।
এইসময় প্রতিজন কৃষককে আমের চারা ৪টি, লিচু, ৩টি, জাম ৪টি, মেহগনি ৪ এবং ৫টি আমলকিসহ সর্বমোট ২০টি করে চারা বিতরণ করা হয়।