দীঘিনালা জোন পাহাড়ী পরিবারকে গৃহনির্মাণের জন্য টিন প্রদান

103

সোহেল রানা, দীঘিনালাঃ-মানবিক সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী অবদান অতুলনীয় এবং প্রশংসার দাবীদার খাগড়াছড়ি দীঘিনালা জোনের পক্ষ থেকে ঝড়ে ভেঙ্গে যাওয়া ঘর মেরামত করা জন্য ঢেউটিন প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২০জুলাই) সকালে জোন সদরে উপজেলার বোয়ালখালী ইউনিয়ন ১নং যৌর্থ খামার এলাকার বাসিন্দা রশিক পুদি চাকমা (৪০)কে গৃহনির্মাণের জন্য দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন ঢেউ টিন প্রদান করেন।
উল্লেখ্য যে, চলতি মৌসুমে ঝড়ে রসিক পুদি চাকমার একমাত্র বসতঘরটি ভেঙ্গে যায়। অসহায় পাহাড়ী পরিবারটি ৪ সন্তানসহ ৬ সদস্যের পরিবারটিকে নিয়ে অতি কষ্টে মানবেতর জীবন যাপন করে আসছে। অর্থের অভাবে পরিবারের ভরণ-পোষণ এবং গৃহনির্মাণ করা তার জন্য অসম্ভব হয়ে পড়েছে।
ঢেউটিন পেয়ে রশিক পুদি চাকমা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা করে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞতা পোষণ করছি। আমরা এই অনুদান পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত।