বান্দরবানে এক পল্লী চিকিৎসককে অপহরণের পর গুলি করে হত্যা

98

বান্দরবান প্রতিনিধিঃ-বান্দরবানের কুহালং ইউনিয়ন এর ৯নং ওয়ার্র্ডের বাসিন্দা এক পল্লী চিকিৎসককে রবিবার সন্ধ্যায় নিজ দোকান থেকে অপহরণ করে সন্ত্রাসীরা, পরে তারা তাকে গাড়ীতে করে গহীন পাহাড়ে নিয়ে যায়।
এদিকে সোমবার ভোরে বান্দরবানের কুহালং ইউনিয়ন এর বাকীছড়ার একটি পরিত্যক্ত বাড়ী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া অংক্যা থোয়াই মারমা (৪০) বান্দরবানের ক্যামলং পাড়ার মৃত বাইচা মং মারমার পুত্র এবং পেশায় একজন পল্লী চিকিৎসক।
এদিকে অপহরণের পর গেল সন্ধ্যা থেকে রাত অবধি কুহালং ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অংক্যা থোয়াই মারমার খোঁজে অভিযান পরিচালনা করে।
বান্দরবান সদর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, সোমবার সকাল ১০টায় নিহত অংক্যা থোয়াই মারমার লাশ উদ্ধার করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য বান্দবান সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে। ওসি আরো জানান, এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।