পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন নিখিল কুমার চাকমা

131

বিশেষ প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন পার্বত্য রাঙ্গামাটির অবিসংবাদিত আরেক নেতা ও রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। গতকাল দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ে এসে পৌছালে বোর্ডের কর্মকর্তারা তাকে অভিবাদন জানান।
গতকাল দুপুরে যখন নবাগত চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বোড প্রাঙ্গনে এসে পৌছায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা তাকে বরণ করে নেন। পরে নিখিল কুমার চাকমা বোর্ডের স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ্য করেণ।
প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের পর বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বোর্ডে চেয়ারম্যান কক্ষে গিয়ে চেয়ারম্যানের চেয়ারে বসেন। এ সময় আওয়ামীলীগের নেতাকর্মী সহ তাকে সাধুবাদ জানান।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আশিষ কান্তি বড়–য়া, সদস্য ড. প্রকাশ কান্তি চৌধুরী, বোর্ডর সদস্য মোঃ হারুনুর রশিদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম, রাঙ্গামাটির প্রকৌশলী তুষিত চাকমা, বান্দরবান প্রকৌশলী মোঃ আরাফাত সহ বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে চেয়ারম্যানের কার্যালয়ের রাঙ্গামাটি জেলা আওয়ামীগের সহ-সভাপতি রুহুল আমিন, চিংকিউ রোয়াজা, সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী সোলায়মান বাদশা, সাধারণ সম্পাদক মনসুর আলী সহ রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের সিনিয়র নেতাকর্মীদের সাথে সৌজন্যমুলক কথা বলেন।
পরে চেয়ারম্যান বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বোর্ডের বিভিন্ন প্রকল্পের সদস্যরা একে একে ফুল দিতে তাকে বরণ করে নেন। চেয়ারম্যান কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কর্মকর্তাদের সাথে পরবর্তীতে বসে বোর্ডের কার্যক্রম সম্পর্কে কথা বলবেন বলে নির্দেশনা প্রদান করেন।