নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-সদ্য নিয়োগ প্রাপ্ত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাঙ্গামাটি প্রেস ক্লাব। সোমবার (১২ জুলাই) বিকেলে ক্লাব প্রাঙ্গনে এ শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় নিখিল কুমার চাকমা গাড়ি থেকে নেমে শুভেচ্ছা গ্রহণ করেন এবং ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। তিনি ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সময় চেয়ারম্যানের সাথে থাকা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীকেও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সহ-সভাপতি অলি আহমেদ, সাধারন সম্পাদক আনোয়ার আল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সুপ্রিয় চাকমা, সিনিয়র সদস্য মুহাম্মদ ইলিয়াসসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।