বিলাইছড়ি প্রতিনিধিঃ-বিলাইছড়িতে চলছে চলমান কঠোর লকডাউন। কোভিত-১৯ মোকাবেলা করতে সকলকে স্বাস্থ্য বিধি মানতে থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী নির্দ্দেশে মাঠে রয়েছে সাব ইনস্পেক্টর এসআই নিংওয়াই মার্মা ও তার নেতৃত্বে বিশেষ পুলিশ ফোর্স। পুলিশের সঙ্গে মাইকিং করে নিয়মিত সহযোগিতা দিয়ে যাচ্ছেন রেডক্রিসেণ্ট সোসাইটির সদস্যরাও।
এছাড়াও পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে নিজ ইউনিয়নের স্ব-স্ব এলাকার জনপ্রতিনিধি চেয়ারম্যান, মহিলা মেম্বার, ওয়ার্ড মেম্বার, কার্বারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
চলমান লকডাউনে আগের ন্যায় বন্ধ রয়েছে অফিস, দোকান, হোটেল, শপিংমল মল এবং নির্দ্দেশনা মোতাবেক সকল যান। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ।