ঝুলন দত্ত, কাপ্তাইঃ-কাপ্তাইয়ের শিল্প এলাকায় বন্যহাতির তান্ডবে একটি গাড়ী, একটি দোকান ও একটি বসত বাড়ী বিধ্বস্ত হয়েছে। তবে বন্য হাতির তান্ডবের সময় ঘর থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার কারণে সবাই প্রাণে রক্ষা পায়।
রবিবার (১১জুলাই) ভোর ৪টায় ৪নং কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শিল্প এলাকার তালপট্টি এলাকায় বসবাসরত কাপ্তাই লাম্বার প্রসেসিং কেন্দ্রের (এলপিসি) অস্থায়ী শ্রমিক সেলিমের বসত ঘরটি বন্যহাতি তান্ডব চালিয়ে ভেঙ্গে দেয়। ভাগ্যক্রমে সেলিম এবং তাঁর পরিবার এর সদস্যরা ঘর হতে দৌঁড়ে পালিয়ে প্রাণে রক্ষা পায় বলে জানান স্থানীয় ইউপি সদস্য আব্দুল আহাদ সেলিম। এছাড়া একইদিন একই এলাকার সড়কে রাখা একটি মিনি ট্রাককে ধাক্কা মেরে গ্লাস ও দরজা এবং বটতল এলাকার তোফাজ্জলের দোকান ভাংচুর করে বন্য হাতির দলটি।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আমি ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছিলাম। বন্যহাতির দল সেই খানে একটি ঘর, একটি দোকান এবং একটি গাড়ীর ক্ষতি সাধন করেছে। বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
এলাকায় বসবাসরত লুবনা, লিমন ও মনসুরসহ অনেকে জানান, আমরা প্রতিদিন আতংকে থাকি, কখন বন্যহাতির দল আক্রমন করে বসে। আর এই ভাবেই আমাদের বসবাস করতে হচ্ছে।
৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, কাপ্তাই শিল্প এলাকাসহ আশেপাশে এলাকায় বসবাসরত জনগণ সবসময় আতংকে থাকে বন্যহাতি এই বুঝি এসে আক্রমন করলো।
কাপ্তাই শিল্প এলাকায় বসবাসরত কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন জানান, গভীর বনে খাবারের সংকটের ফলে প্রায়শ লোকালয় এসে হাতির দল বাড়ী ঘরে আক্রমন করে জানমালের ক্ষতি সাধন করে থাকে।