সোহেল রানা, দীঘিনালাঃ-খাগড়াছিড় দীঘিনালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু বলেছেন, সমাজের প্রত্যেকটি বিত্তবান লোক যদি এগিয়ে আসে তাহলে একজনও অনাহারে থাকবে না। তাই এই করোনা মহামারী প্রাদুর্ভাব এবং লকডাউনে কর্মহীন লোকজনের পাশে সকলে এগিয়ে আসা দরকার।
শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২নং বোয়ালখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: মোস্তফার উদ্যোগে নগদ টাকা ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক নয়ন দাশ।
এসময় ১শত ৫০ পরিবারের মাঝে চাল ৮ কেজি, পেয়াজ ১ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি, লবন ১ কেজি এবং দেড় কেজি ওজনের মুরগি হারে বিতরণ করা হয়। এছাড়া একই অনুষ্ঠানে ৪০ পরিবারের মাঝে নগদ ৫শত টাকা হারে বিতরণ করা হয়।
এদিকে ত্রাণ সামগ্রী হাতে পেয়ে উপজেলার নোয়াখালী টিলা এলাকার বাসিন্দা হোসনেয়ারা বেগম (৭৫) জানান, আমার কোন ছেলে নাই। স্বামী মারা গেছে বহু আগেই। তাই ত্রাণ পেয়ে খুবই ভালো লাগছে। ২নং বোয়ালখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং ব্যবসায়ী মোহাম্মদ মোস্তফা জানান, লকডাউনের কারণে সাধারণ মানুষের কষ্ট দেখে এ ত্রাণ সামগ্রী বিতরণ উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।