করোনা মোকাবেলায় আলীকদমে সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত

193

আলীকদম প্রতিনিধিঃ-করোনা মোকাবেলায় দেশব্যাপী অসহায় দুঃস্থ মানুষের জন্য সেনাবাহিনীর মানবিক সহায়ত অব্যহত রয়েছে। রবিবার (১১ জুলাই) আলীকদম সেনা জোনের উদ্যোগে আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এবং একই সাথে দূর্গম এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ১০০টি কর্মহীন ও ছিন্নমূল পরিবারের মাঝে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিনি, আলু, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
মানবিক সহায়তা প্রদান কার্যক্রমে উপস্থিত আলীকদম সেনা জোনের কর্মকর্তারা জানান, গত ১ জুলাই ২০২১ তারিখ হতে মহামারি করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবেলায় সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তার পাশাপাশি নিজেদের বরাদ্দকৃত রেশন থেকে খাবার বাঁচিয়ে কর্মহীন মানুষের মাঝে প্রদান অব্যাহত রেখেছে।
আলীকদম সেনা জোন এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মনজুরুল হাসান, পিবিজিএম, পিএসসি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার প্রদত্ত বিধি নিষেধ অনুসরণে কার্যকরী ভূমিকা গ্রহণের পাশাপাশি সাধারণ জনগণের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক সহযােগিতা প্রদান করছে। তারই ধারাবাহিকতায় আজ আলীকদম জোন কর্তৃক এই বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে।
জোন কমান্ডার আরো বলেন, আমরা নিজেদের বরাদ্দকৃত রেশন এবং নিজস্ব ব্যবস্থাপনায় সংগ্রহকৃত খাদ্য সামগ্রী কর্মহীন মানুষের মাঝে প্রদান করছি। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি করোনায় উদ্ভূত পরিস্থিতি মােকাবেলায় সেনাবাহিনীর সদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। করোনা বিস্তার রোধকল্পে আমাদের সকলকে স্বাস্থ্য বিধি অনুসরণ করতে হবে এবং স্বাস্থ্য সুরক্ষার সকল বিষয়ে সচেতন হতে হবে।