লামায় করোনায় এক অন্তসত্বা পাহাড়ী নারীর মৃত্যু

148

লামা প্রতিনিধিঃ-লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত অবস্থায় শনিবার (১০ জুলাই) সকাল ৬টার সময় উম্রানু মার্মা (১৭)নামের এক অন্তসত্বা পাহাড়ী নারী মারা গেছে। তার বাড়ি উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মংপ্রু পাড়ায়।
লামা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড আইসোলেশন ইউনিটের দ্বায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান মোহাম্মদ বলেন, গত ৬জুলাই শাসকষ্ট, জ্বর ও ম্যালেরিয়া নিয়ে ভর্তি হয় উম্রানু মার্মা। তার কোভিডের লক্ষণ থাকায় তাকে করোনা পরীক্ষা করা হলে পজেটিভ আসে। শনিবার (১০ জুলাই) সকার ৬.২০মিনিটে হাসপাতালের আইসোরশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এদিকে উম্রানু মার্মার স্বামী ধুংকে মার্মা বলেন, আমার স্ত্রী উম্রানু মার্মা আট মাসের অন্তুসত্ব ছিলো। এ অবস্থার ম্যালেরিয়া ও টাইফয়েট রোগে আক্রান্ত হয়। গর্ভাবস্থায় অসুখ বেড়ে গেলে গত ৩০জুন লামার আলিঙ্গন হাসপাতালে ভর্তি করি। ডাক্তারী চেকাপে জানা যায় গর্ভের সন্তানটি মারা যায়। পরে ১জুলাই সিজার করে মৃত সন্তানটি বের করে নিয়ে আসে। আলিঙ্গন হাসপাতালের তত্বাবধানে চিকিৎসা অবস্থায় অবনতি হলে একদিন পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চমেকে চিকিৎসাধিন অবস্থায় আরো অনতি হলে আমরা গত ৬জুলাই চমেক থেকে লামার নিজ বাড়িতে নিয়ে আসি। লামায় আনার একদিন পর গত ৭জুলাই লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই। লামা চিকিসাধিন অবস্থায় শনিবার সকালে মারা যায়।
লামা উপজেলায় কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার পারভেজের নেতৃত্বে স্বেচ্ছায় কোভিড রোগীদের দাফনের সকল দ্বায়িত্ব নিয়ে বেলা আড়াইটার সময় হাসপাতাল থেকে কোভিডে নিহত উম্রানুর গ্রামের বাড়ির উদ্দ্যেশ্যে নিয়ে যায়। সাথে রয়েছে, রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাচিংপ্রু মার্মা।
এ ব্যাপারে লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মহিউদ্দিন মাজেদ চৌধুরী আজকের পত্রিকাকে জানিয়েছেন, লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্রথম কোভিডের রোগী মারা গেলো। তার পরিবারের স্বজনরা ও এলাকার চেয়ারম্যান এসে বেলা আড়াইটাই নিয়ে গেছে। কোভিডে মৃত এ নারীর সৎকারে স্বেচ্ছায় দায়িত্ব নিয়েছে লামার কোয়ান্টাম ফাউন্ডেসনের স্বেচ্ছাসেবী দল।