নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-৩৩৩ এ ফোন করে সরকারী খাদ্য সহায়তা পেয়েছেন রাঙ্গামাটির দূর্গম পাহাড়ী এলাকা সাজেক ইউনিয়নের সিজুক ছড়া গ্রামের বাসিন্দা মুক্ত বিকাশ চাকমা।
মুক্ত বিকাশ চাকমা জানান, লকডাউনের কারনে যানচলাচল বন্ধ থাকায় পরিবারের ৮ সদস্যকে নিয়ে একটু সমস্যার মধ্যে পড়েন তিনি। তখন খাদ্য সহায়তা চেয়ে মুক্ত বিকাশ চাকমা ফোন করেন সরকারী জরুরী সহায়তা নম্বর ৩৩৩ নম্বরে।তারপর ৫ জুলাই বিকেলের দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ৩৩৩ এ মুক্ত বিকাশ চাকমার ফোন পেয়েই ঢাকা থেকে আমার সাথে যোগাযোগ করে মুক্ত বিকাশ চাকমার বিষয়টি জানানো হলে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে খাদ্য সহায়তা প্রদান করি। সোমবার বিকেলের দিকে সাজেক ইউনিয়নের চেয়ারম্যান নেলসন চাকমার মাধ্যমে মুক্ত বিকাশ চাকমাকে প্রয়োজনীয় খাদ্য সহায়তা পৌছে দেয়া হয় বলে জানান তিনি।
খাদ্য সহায়তা পেয়ে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান মুক্ত বিকাশ চাকমা।