দীঘিনালা প্রতিনিধিঃ-খাগড়াছড়ির দীঘিনালার করোনায় আক্রান্ত হয়েছে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। মৃত্যু মহিলার বাড়ি দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের হাসিনসনপুর এলাকার মৃত আ: আজিজ এর স্ত্রী সূর্যবানু বিবি (৮৫)।
মঙ্গলবার (৬জুলাই) সকাল ৮টার দিকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে মারা যায়। মঙ্গলবার (৬জুলাই) খাগড়াছড়ি জেলার কোভিড-১৯ ফলাফলগত ২৪ ঘন্টায় মোট টেষ্ট ৯২ জন, মোট পজিটিভ ৩৩ জন। সনাক্তের হার ৩৫.৮৭%। গত ২৪ ঘন্টায় মত্যু ১ জন। চলতি মাসে মোট টেষ্ট ৫৮০ জন, মোট পজিটিভ ২০৬ জন। সনাক্তের হার ৩৫.৫১%। মোট টেষ্ট ৮৪৭৬জন, মোট পজিটিভ ১৩৬৬ জন, সনাক্তের হার ১৬.১১%। বর্তমানে হাসপাতালে ভর্তি কৃত রোগীর সংখ্যা ৩৬ জন। পজিটিভ রোগীর সংখ্যা ২০ জন, সন্দেহজনক রোগীর সংখ্যা ১৬ জন।
খাগড়াছড়ি সির্ভিল সার্জন নুপূর কান্তি দাশ বলেন, করোনায় একজনের মৃত্যু হয়েছে। করোনার লক্ষন (যেমন- জ্বর, কাশি) থাকলে হাসপাতালে এসে করোনা পরীক্ষা করান। মাস্ক পরিধান করুন। শারীরিক দুরত্ব বজায় রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। নিজে সুস্থ থাকুন, করোনা সংক্রমন নিয়ন্ত্রণে সহায়তা করুন।