রাজস্থলী ইসলামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

110

রাজস্থলী প্রতিনিধিঃ-রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ইসলামপুর গাইন্দ্যা বাজারে শুক্রবার (২ জুলাই) সকাল ১০টার দিকে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শেখ ছাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে সামাজিক দুরত্ব মেনে চলার ও মাস্ক পরার পরামর্শ দেন। এসময় তিনি মাস্ক না পরার কারণে এবং চায়ের দোকানের বসে খাবার বিক্রির দায়ে ৩টি মামলায় ১১শত টাকা জরিমানা আদায় এবং মামলা দায়ের করেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজস্থলী আর্মি ক্যাম্পে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন দেবাশীষ, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহম্মদ, এস,আই জীকুসহ সেনাবাহিনী ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।