রাজস্থলী প্রতিনিধিঃ-করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশের ন্যায় রাজস্থলীতে লকডাউন বাস্তবায়নে ব্যাপক তৎপর উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১ জুলাই) রাজস্থলীতে ১ম দিনে লকডাউনে বাস্তবায়নে ব্যাপক তৎপর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা, বাঙ্গালহালিয়াসহ একাধিক টহলে মধ্যদিয়ে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে। তবে এই লকডাউনে ঘরের বাইরে মানুষকে বের হতে দেখা যায়নি। উপজেলার বাজার, হ্নারা মুখ, আমছড়া পাড়া, ইসলামপুর গাইন্দ্যা বাজারসহ বাঙ্গালহালিয়া বাজার, বটতলা, পরিষদ মোড়সহ যাত্রী চাউনি সংলগ্ন আশেপাশে ঘুরে দেখা গেছে বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নজদারী ও টহল অব্যাহত রেখেছে। লকডাউনে কারনে চট্টগ্রাম, চন্দ্রঘোনা রাঙ্গামাটি সড়কের সকল প্রকার যানচলাচল বন্ধ রয়েছে।
রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান জানান, করোনা সংক্রামণ ঠেকাতে সরকারের নির্দেশনুযায়ী আমরা উপজেলার বিভিন্ন পয়েন্ট অবস্থান করছি। বিভিন্ন অলিগলিতে চলছে টহল। জনসাধারণ যাতে অপ্রয়োজনে বের হতে না পারে সেই কঠোর নজরদারী রেখছি।
রাজস্থলী উপজেলা নিবার্হী অফিসার শেখ ছাদেক বলেন, লকডাউন সফল করতে রাজস্থলীর উপজেলা সকল বাজারে প্রতিনিয়ত জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিংসহ সকল ধরনের প্রচার প্রচারনা অব্যাহত রেখেছি। তবে সব কিছু মিলে আমরা সুস্থ থাকতে জনসাধারণকে সরকারের সকল নির্দেশ মেনে চলার আহ্বান জানান।