রাজস্থলীতে করোনা মহামারীর সংক্রমণ এড়াতে কঠোর অবস্থানে পুলিশ

140

মোঃ আজগর আলী খান রাজস্থলীঃ-কোভিড-১৯ সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে প্রতিদিনের ন্যায় বুধবার (৩০ জুন) মাঠে আছে রাজস্থলীর থানা টিম। রাঙ্গামাটি পুলিশ সুপার মোদ্দাছের রহমান এর দিক নির্দেশনায় থানার সকল গুরুত্বপূর্ণ স্থানে জনসমাগম নিয়ন্ত্রণ এবং আইন বহির্ভূত যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ও মাস্ক বিতরনে রাজস্থলী থানার পুলিশ নিয়োজিত ছিল। সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত সকল জনসাধরন কে করোনা প্রতিরোধে উপদেশ প্রদান করেন রাজস্থলী থানার এ এস আই, সাহাদাৎ হোসেন।
১ জুলাই কঠোর লগডাউন সম্পর্কে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফজল আহমদ খান বলেন, সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। জনসাধারন অহেতুক ঘুরাফেরা করা যাবে না, প্রয়োজনীয় কাজে বাজারে বা হাটে আসতে পারবে। সরকারে এ আদেশ যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন।
আর সকাল হতে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের নির্দেশনা মোতাবেক বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে।