বাঘাইছড়ি প্রতিনিধিঃ-রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুন) সকাল ১০টার সময় উপজেলা সম্মেলনে কক্ষে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নিবার্হী কর্মকতা শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস সাগরিকা চাকমা, বাঘাইছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন খান, পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, সমাজ সেবা কর্মকতা জয়েস চাকমা, প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, কৃষি কর্মকতা শাহাদাত হোসেন, মৎস্য কর্মকতা নবআলো চাকমাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যম ব্যক্তিত্ব সভায় উপস্থিত ছিলেন।
উক্ত সভায় করোনা মহামারি সংক্রান্ত উপর নির্ভর করে আলোচনা সভায় সরকার ঘোষিত লগডাউন যথাযথ ভাবে পালনের নিদের্শ সম্মতি প্রকাশ করা হয় এবং বর্ষায় দুর্যোগ মোকাবেলায় সকলকে সর্তক থাকার জন্য সাধারণ মানুষকে বিপদে সচেতন করার সম্মতি প্রকাশ করা হয়।
উক্ত সভায় বাঘাইছড়ি উপজেলা করোনা ২৯জন রোগী সনাক্ত করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকতা ইফতেখার আহম্মদ জানান এবং সবমোট ৭৭ জন জনের নমুনা পরিক্ষা করা হয়েছে বলে সভায় উল্লেখ করেন। করোনা মহামারিতে যাতে সাধারন মানুষের কাঁচামালের ক্ষতি না হয় সেদিকেও নজর দেয়ার আহবান জানানো হয়।