নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, পার্বত্য জেলা রাঙ্গামাটি একটি শান্তির জায়গা, এখানে শান্তিপূর্ণ পরিবেশ যাতে বজায় থাকে সেজন্য ইমাম, উলামাসহ সকলকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপব্যবহারের মাধ্যমে নানা প্রকার গুজব ছড়িয়ে সমাজে, দেশে অস্তিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আমরা বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত রাখতে চাই।
তিনি বৃহস্পতিবার (২৪ জুন) সকালে রাঙ্গমাটিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের করনীয় শীর্ষক আলোচনা সভা, সনদ বিতরণ ও জেলা ইমাম সম্মেলন-২০২১ এতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
রাঙ্গামাটি শিশু একাডেমী মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা উপ পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
ফিল্ড সুপারভাইজার মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল. জাতীয় ইমাম সমিতি রাঙ্গামাটি জেলা সভাপতি ক্বারী মুহাম্মদ ওসমান গণি চৌধুরী, রাঙ্গামাটি কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাসেম। স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার ফিল্ড অফিসার মোঃ আলী আহসান ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান আরো বলেন, ইমামদের সাথে সন্ত্রাস ও জঙ্গীবাদ এটা এখন আলোচ্য বিষয় নয়। একজন প্রকৃত ইমাম বা আলেম সন্ত্রাস বা জঙ্গীবাদের সাথে জড়িত হতে পারে না। আন্তর্জাতিক একটা মহল বাংলাদেশকে বিশ্ব দরবারে হেয় পতিপন্ন এবং দেশের অর্থনীতিকে ধংস করতে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, আপনারা গুজবে কান দিবেন না। গুজবে কান না দিয়ে আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশের মান উজ্জ্বল করতে পারেন। এখন মুঠোফোনের মাধ্যমে গুগল ব্যবহার করে আমরা ডিজিটাল বাংলাদেশের সব তথ্য জানতে পারি। বাংলাদেশ সরকার আমাদের সেই সুযোগ করে দিয়েছেন।
পরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের করনীয় বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় করোনা পরিস্থিতি, দেশ ও জাতির জন্য মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।