রাঙ্গামাটিতে নওমুসলিম শহীদ ওমর ফারুক হত্যার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

255

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-বান্দরবানের রোয়াংছড়িতে অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক শহীদ নওমুসলিম ওমর ফারুক ত্রিপুরাকে হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫জুন) জুম্মার নামাজ শেষে শহরের বনরূপা এলাকায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সি: সহ-সভাপতি মো. হাবিব আজম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলার সভাপতি শাব্বির আহম্মেদ।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. নাজিম আল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক মো. সোলায়মান, সহ-সভাপতি কাজী মো. জালোয়া, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশীদ মামুন।
বিক্ষোভ সভায় বক্তারা বলেন, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি গ্রামে গত ১৮ জুন রাতে নওমুসলিম মসজিদের ইমাম ওমর ফারুক ত্রিপুরাকে তার বাড়িতে গুলি করে হত্যা করে সন্তু গ্রুপের জেএসএস এর সন্ত্রাসীরা। অভিলম্বে ওমর ফারুক ত্রিপুরা হত্যাকারীদের দ্রুত সময়ে গ্রেফতার করে ফাঁসি দেওয়ার দাবি এবং পাহাড়ে সন্ত্রাসী সংগঠন জেএসএস ও ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজী বন্ধে সেনাবাহিনী কর্তৃক চিরুনী অভিযান চালানোর দাবি জানান বক্তারা।
এর আগে সংগঠনটি শহরের কাঠাঁলতলী এলাকা থেকে হত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরূপা এলাকায় এসে মানববন্ধনে অংশ নেন।