বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত

211

মোঃ আজগর আলী খান, রাজস্থলীঃ-রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া বাজারে কাপ্তাই জোন ডেয়ারিং টাইগার্স ২৩ ইষ্টবেঙ্গল রেজি, বাঙ্গালহালিয়া সাব জোনের ব্যবস্থাপনায় শুক্রবার (২৫ জুন) সকাল ১০টায় জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ গাজী মিজানুল হক এর নির্দেশনায় অগ্নিনির্বাপক মহড়া অনুষ্টিত হয়েছে।
বাঙ্গালহালিয়া সাব জোন কমান্ডার ল্যাফটেন্ট সাদ মাহমুদ এতে নেতৃত্ব দেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ক্যাম্প, সিনিয়র ওয়ারেন্ড অফিসার মোঃ আবদুল হাকিম, বাঙ্গালহালিয়া বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন এলাকার স্থায়ী বাসিন্দা এবং ব্যাবসায়ীবৃন্দ। মহড়ায় ভূমিকম্প অগ্নিকান্ড ও যে কোন দুর্ঘটনা থেকে সাধারন মানুষের জানমাল ও রাষ্ট্রিয় সম্পদ রক্ষার বিভিন্ন কলা কৌশল সবার সামনে উপস্থাপন করেন সিনিয়র ওয়ারেন্ড অফিসার আবদুল হাকিম। বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী অগ্রনী ভূমিকা রেখেছেন।