রাজস্থলী প্রতিনিধিঃ-রাজস্থলীতে পলাতক আসামীকে আটক করেছে রাজস্থলী থানা পুলিশ। সোমবার (১৪ জুন) সন্ধ্যায় প্রায় ৭টায় দিকে রাজস্থলী ও চন্দ্রঘোনা থানা পুলিশের যৌথ অভিযানে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, রাজস্থলী বাজার হইতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় চন্দ্রঘোনা থানার তদন্তাধীন হত্যা মামলা অভিযোগের আসামী এজাহার নামীয় ব্যক্তি আরজু তনচংগ্যা ওরফে নয়ন তংচংগা (৩৭) কে আটক করে। তার বাবার নাম রয়া মোহন তনচঙ্গ্যা। সে বর্তমানে রাজস্থলীর ডাক্তার পাড়া বাসিন্দা বলে জানা গেছে। রাজস্থলী থানা পুলিশ তাকে গ্রেফতার করে চন্দ্রঘোনা থানাকে হন্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে রাজস্থলী থানা ওসি মফজল আহমদ খান পলাতক আসামী গ্রেফতারের বিষয়ে সত্যতা স্বীকার করে জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজস্থলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা অভিযোগ রয়েছে।