বান্দরবানে সড়ক দুর্ঘটনায় ২জন আহত, ১জনকে চট্টগ্রামে প্রেরণ

164

বান্দরবান প্রতিনিধিঃ-বান্দরবানে সড়ক দুর্ঘটনায় খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্যসহ ২ জন আহত হয়েছে।
শনিবার (২২ মে) সকাল ১১টায় বান্দরবান সদরের বালাঘাটাস্থ বাংলাদেশ বেতার কেন্দ্র সংলগ্ন এলাকায় খাগড়াছড়ি জেলা পরিষদের একটি পাজেরো ও একটি প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ হয়।
সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলা পরিষদের একটি পাজেরো গাড়ীর নাম্বার খাগড়াছড়ি ম-১১-০০০৪, চালক: অমল মনি চাকমা (৩৫) খাগড়াছড়ি হতে বান্দরবান আসার প্রাক্কালে এবং চট্টগ্রামস্থ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার একটি প্রাইভেট কার গাড়ীর নং- চট্টমেট্রো-গ- ১২-০৪১৪, চালক: মো. সামছুদ্দীন (৩৩) চট্টগ্রাম হতে স্বর্ণমন্দির আসার প্রাক্কালে বান্দরবান সদরের বালাঘাটাস্থ বাংলাদেশ বেতার কেন্দ্র সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পাজেরোতে থাকা খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য নিলোৎপল খিসা ও প্রাইভেটকারে থাকা ব্যবসায়ী হারুনুর রশিদ আহত হন। পরবর্তীতে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নয়ন কান্তি দাশ জানান, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য নিলোৎপল খিসা এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ব্যবসায়ী জনাব হারুনুর রশিদকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।