নানিয়ারচর প্রতিনিধিঃ-পাহাড়ে ভূমিধস এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ রাঙ্গামাটির নানিয়ারচরে অগ্রিম প্রচারণা করছে উপজেলা প্রশাসন।
বর্ষার মৌসুম সামনে রেখে সোমবার (১৭ মে) দুপুরে উপজেলার ভুমিধসের আশঙ্কা যুক্ত ঝুঁকিপূর্ণ বগাছড়ি ও প্রান্তিক এলাকাগুলোতে ভূমিধস প্রতিরোধে করনীয় বিষয়ে মাইক প্রচারণা ও জনসাধারণের বাসাবাড়িতে গিয়ে সচেতনতা ও প্রচারণা করেছে উপজেলার নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি।
তিনি জানান, পাহাড় কাটা রোধ করতে সবাইকে সচেতন থাকতে হবে। পাহাড় নিয়ে যারা বাণিজ্য করে করে প্রশাসনের কাছে তাদের ধরিয়ে দিতে হবে এবং ভূমিধসে ক্ষতি ঠেকাতে প্রয়োজনে নিরাপদ আশ্রয়ের ব্যাবস্থাও করা হবে।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, স্থানীয় ইউপি সদস্য নূর ইসলাম হাওলাদার ও মোঃ মালেক, ত্রান ও দূর্যোগ বিভাগের কর্মকর্তা প্রমূখ।