রোয়াংছড়ি প্রতিনিধিঃ-বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি মংটিংওয়াই মারমা এর নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ রবীন বাহাদুরের পাঠানোর ইফতার সামগ্রী রোয়াংছড়িতে সকল রোজাদার মুসললিদের মধ্যে উপজেলা পরিষদের প্রাঙ্গনে বিতরণ করেছে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকালের দিকে ইফতার বিতরণী অনুষ্ঠানে মংটিংওয়াই মারমা সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ দপ্তর সম্পাদক সুমন তঞ্চঙ্গ্যা, মো: রুবেল হোসেন, মাসুদ, এপোলো দেওয়ান, উসাইচিং মারমা।
এসময় ইফতার সামগ্রী পেয়ে সকল রোজাদার মুসললিরা ছাত্রলীগের নেতা রবীন বাহাদুরসহ সকল ছাত্রলীগ সংগঠন ও দেশবাসীকে দোয়া কামনা করেন।