কাল ১লা মে থেকে ৩ মাসের জন্য কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ শিকার বন্ধ

156

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে এবং কাপ্তাই হ্রদের কার্প জাতীয় মাছের আধিক্য বাড়াতে কাল ১ মে থেকে কাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকার বন্ধ হয়ে যাবে। রাঙ্গামাটি জেলা প্রশাসন সম্প্রতি এক সভায় এই ঘোষণা দেন। তবে সরকারের রাজস্ব বাড়াতে নয় হ্রদের মাছের উৎপাদন বৃদ্ধি ও অবৈধ ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ এবং সঠিক সময়ে কাপ্তাই হ্রদ বন্ধ ও হ্রদের পানির উচ্চতা নিশ্চিত করার মাধ্যমে কাপ্তাই হ্রদ খোলার দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা।
এশিয়ার একমাত্র বৃহত্তম কৃত্রিম হ্রদ কাপ্তাই হ্রদ। এই হ্রদের সাথে জড়িত রয়েছে কয়েক লাখো পরিবার। এই হ্রদ থেকে মাছ আহরণ করে জীবন জীবিকা করে পরিবার গুলো। মিঠা পানির মাছ হিসাবে কাপ্তাই হ্রদের মাছের একটি দারুন চাহিদা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। এই কাপ্তাই হ্রদকে বাঁচাতে এবং কাপ্তাই হ্রদের মাছের হারানো গৌরব ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে দাবী উঠে আসছে। সেই সাথে কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে এবং কাপ্তাই হ্রদের কার্প জাতীয় মাছের আধিক্য বাড়াতে ৩ মাসের জন্য হ্রদ বন্ধ করে দেয়া হয়। কিন্তু বিএফডিসি কর্তৃপক্ষ কাপ্তই হ্রদে মাছের অবস্থান না জেনে কাপ্তাই হ্রদ খুলে এবং বন্ধ করে। মাছের অবস্থান জেনে মাছ খোলা ও বন্ধ করলে হ্রদের মাছের উৎপাদন যেমন বৃদ্ধি পাবে তেমনি ব্যবসায়ীরা লাভবান হবে।
বিএফডিসি রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার তৌহিদুল ইসলাম জানান, কাল পহেলা মে থেকে কাপ্তাই হ্রদের মাছ শিকার সম্পূর্ণ রূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হ্রদে অবৈধ ব্যবসায়ী ও জেলেরা যাতে মাছ শিকার করতে না পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বিএফডিসি কর্তৃপক্ষ। কাপ্তাই হ্রদে নৌ পুলিশের মাধ্যমে সর্বত্র পাহারা বসানো হবে। কেউ যাতে চুরি করে মাছ শিকার করতে না পারে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কাপ্তাই হ্রদ বন্ধ কালীণ সময়ে কাপ্তাই হ্রদের সাথে সম্পৃক্ত ২২ হাজার জেলের জন্য ভিজিএফ কার্ডের চাল বিতরণ কার্যক্রম নেয়া হবে।
এদিকে কাপ্তাই হ্রদ বন্ধ কালীণ সময়ে ফিসারীর সাথে সম্পৃকত কয়েকহাজার শ্রমিক কর্মচারীদের জন্য খাদ্য শষ্য ও ব্যবসায়ীদের সুদ মুক্ত ঋণ প্রদানের দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা।