নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা রাঙ্গামাটি জোন এর উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় গরীব দুস্থ ও অসহায়দের মাঝে ত্রান ও ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
রবিবার (২৫ এপ্রিল) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা রাঙ্গামাটি জোন সভাপতির মঈন উদ্দিন সেলিম এর বাসভবনের সামনে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থানী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এসময় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রিজার্ভ বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আনোয়ার মিয়া বানু, বিশিষ্ট ব্যবসায়ি আশীষ দাসসহ বিভিন্ন ব্যাবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনার এই কঠিন সময়ে গরীব অসহায় মানুষেরা বিপদের মধ্যে আছেন। আর করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মানতে গিয়ে নিম্ন আয়ের মানুষ বেকার হয়ে পড়েছেন। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আর তাঁরা যেন খাদ্য সঙ্কটে না পড়েন, সেজন্য সরকার তাঁদের জন্য খাদ্য সহায়তা প্রদান করেছেন। আমি সমাজের বিত্তবানদের অনুরোধ করবো এই কঠিন সময়ে যে যার জায়গা থেকে এইসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।