রাঙামাটিতে টেলিমেডিসিন সেবা চালু করেছে রাঙামেক ছাত্রলীগ

359

নিজস্ব প্রতিবেদকঃ রাঙ্গামাটি জেলার জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ২৪ ঘন্টার টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। কোভিভ মহামারীর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে এই টেলিমেডিসিন সেবা চালু করা হয়।

উক্ত টেলিমেডিসিন সেবায় ডাক্তার হিসাবে থাকবেন অত্র মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রলীগ নেতা ডা. স্নেহাশিস চক্রবর্তী, ডা. জাহিদ হাসান, ডা. ইমরানুল হক সাকিব এবং ডা. শাহরিয়ার হোসেন সাগর।

এতে প্রধান সমন্বয়ক হিসাবে কাজ করবেন রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা মোঃ সাজেদুল হক সাবিত। এছাড়াও সমন্বয়ক হিসাবে থাকবেন মেডিকেল কলেজের শিক্ষার্থী শ্রীকুশ বড়ুয়া অর্ণব, দৃপ্ত চাকমা, উথোয়াই মারমা চয়ন, দেব জয়, অনুপম ভট্টাচার্য, তন্ময় চৌধুরী এবং ইরফান বিন কায়েস।

প্রধান সমন্বয়ক সাজেদুল হক সাবিত জানান, সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্ত রোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের দিক-নির্দেশনায় রাঙ্গামাটির জনসাধারণের স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার নিমিত্তে রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে উক্ত টেলিমেডিসিন সেবার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি জানান যে, যেকোনো পরিস্থিতিতে রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগ রাঙ্গামাটিবাসীর সেবায় সর্বদা নিয়োজিত থাকবে।

তিনি আরও বলেন রাঙামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি’র নির্দেশক্রমে রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগ যেকোনো পরিস্থিতিতে সদা প্রস্তুত।

প্রতিদিন ২৪ ঘন্টা এই টেলিমেডিসিন সেবা চালু থাকবে এবং করোনা মোকাবেলায় ঘরে বসে উক্ত টেলিমেডিসিন সেবার গ্রহণের জন্য তিনি সকলকে আহ্বান জানান।