নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে সারাদেশের ন্যায় সাত দিনের সর্বাত্মক লক ডাউন হিসেবে চতুর্থ দিন রাঙ্গামাটিতে ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে। শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকে রাঙ্গামাটি শহরে কয়েকটি স্থানে পুলিশের তৎপরতা চোখে পড়লেও প্রধান প্রধান বাজারগুলোতে পুলিশের উপস্থিতি চোখে পড়েনি। শুধুমাত্র শহরের দোয়েল চত্বরে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
গত তিন দিন মানুষ কিছুটা লকডাউন মানলেও শনিবার সাপ্তাহিক হাটের দিন থাকায় লোকজন ঘর থেকে বেড় হয়ে অবাধে চলাচল করছে। বাজারে আসা লোকজন মানছেন না সামাজিক দূরত্ব। তবে পরিস্থিতি সুষ্ঠভাবে বজায় রাখতে জেলা প্রশাসনের কয়েকটি মোবাইল কোর্ট টিম শহরের বিভিন্ন এলাকায় কাজ করছে।
অন্যদিকে, লক ডাউনের চতুর্থ দিনে রাঙ্গামাটি শহরে কাঁচা বাজার, মুদির দোকান ও ঔষধের দোকান খোলা থাকলেও অন্যান্য সকল দোকানপাট, শপিং মল বন্ধ রয়েছে। শহরে জরুরী পরিবহন চলাচল ছাড়াও ব্যক্তিগত যানবাহন ও কিছু কিছু মোটর সাইকেল চলাচল করতে দেখা গেছে। তবে যারা মোটর সাইকেল নিয়ে বাইরে বের হচ্ছেন তারা পুলিশী বাধার মুখে পড়ছেন।