থানচি প্রতিনিধিঃ-বান্দরবান জেলা প্রশাসক সারমিন ইয়ামিন তিবরিজী এর জরুরী ত্রাণ ভান্ডার হতে নগদ টাকা ও চাল পেল থানচির দুর্গম লাংরই হেডম্যান পাড়া (বোল্ডিং পাড়া) ভয়াবহ অগ্নিকান্ড ক্ষতিগ্রস্থ ১৫ পরিবার।
বান্দরবান জেলা প্রশাসকের ত্রান ভান্ডার হতে প্রতি পরিবারের জন্য নগদ ৬ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা, ও ৩০ কেজি করে ৪৫০ কেজি চাল শুক্রবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টা এসব চাল ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে তুলে দেন।
এসময় বান্দরবানে থানচি উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী, বান্দরবানে ত্রাণ ও দুযোগ অধিদপ্তর (ডি আর আরও) ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমন সরকার, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, উপস্থিত ছিলেন।
সরকারী কর্মকর্তাগন থানচি দুর্গম লাংরই হেডম্যান পাড়া ভয়াবহ অগ্নিকান্ড ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলেন এবং তাঁদের কষ্টে জীবন কাহিনী শুনেন। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ শেষে উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী স্থানীয় সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার সরাসরি দুইদিনে আমরা আগুনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ করেছি। ক্ষতিগ্রস্থ পরিবারের কোন পরিবার না খেয়ে থাকবেনা তাঁদের সহযোগীতা সরকারের পক্ষে উপজেলা প্রশাসন সর্বদায় থাকবে। আমি উর্ধতম কর্মকর্তা ও মাননীয় পার্বত্য মন্ত্রী মহোদয়কে অবহিত করছি।
এদিকে থানচি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি পক্ষে একই দিনে পৃথকভাবে সমর্থণ অনুসারের চাল, ডাল, পাত্র, থালা-বাসন, মগ, জগ ছাড়াও নগদ টাকা ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগীতা করে আসছেন। এসময় থানচি বাজার পরিচালনা কমিটি সভাপতি স্বপন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক জয়না আবেদীন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবু সামাদ উপস্থিত ছিলেন।