ঝুলন দত্ত, কাপ্তাইঃ-লকডাউন এর দ্বিতীয় ধাপে কাপ্তাইয়ের কঠোর অবস্থানে আছেন পুলিশ সদস্যরা। বুধবার ( ১৪ এপ্রিল) সকাল হতে কাপ্তাইয়ের প্রবেশ মুখ রেশম বাগান এলাকায় কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে পুলিশ সদস্যরা সড়কে অবস্থান নিয়েছেন।
এইসময় প্রয়োজনীয় ব্যতিত কোন যানবাহনকে কাপ্তাইয়ে প্রবেশ করতে দেয় নাই পুলিশ সদস্যরা।
এইছাড়া লকডাউন বাস্তবায়নে উপজেলা সদর বড়ইছড়ি, কাপ্তাই নতুন বাজার, কেপিএম সহ গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে। কাপ্তাইয়ের বিভিন্ন সড়কে গিয়ে দেখা যায় সুনসান নীরবতা। লোকজন এবং যানবাহন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না।
এদিকে লকডাউন বাস্তবায়নে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশ এর সদস্যরা রাইখালী বাজার, ফেরিঘাট, বড়খোলাপাড়া, কারিগর পাড়া, বাঙ্গালহালিয়া সহ গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে লকডাউন বাস্তবায়ন করছেন।