খাগড়াছড়িতে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে কঠোর ভাবে পালিত হচ্ছে লকডাউন

232

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকারের দ্বিতীয় দফা লকডাউনের প্রথম দিন খাগড়াছড়িতে কঠোর ভাবে পালিত হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকেই বন্ধ রয়েছে সড়কে সকল প্রকার যান চলাচল। খোলেনি বিপনি বিতান ও শপিং মল।
চলাচল করছেনা অটোরিকশা, চাঁদের গাড়ি। মাঝে মধ্যে দুয়েকটি টমটম, মোটরসাইকেল চলাচল করলেও তাতে কোন যাত্রী পরিবহন করতে দেয়া হচ্ছেনা। হাট-বাজারে ক্রেতার সংখ্যাও ছিলো খুবই কম। হাতেগোনা চোখে পড়লেও শারীরিক দূরত্ব ও মুখে মাস্ক পড়তে বাধ্য করছে প্রশাসন।
তবে বেলা বাড়ার সাথে সাথে সড়ক ফাঁকা হয়ে যাওয়ায় বিপাকে পড়ে শ্রমজীবি ও পথচারি। হেটেই গন্তব্যে যেতে হচ্ছে তাদের।
এদিকে, করোনা সংক্রমন প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করছে প্রশাসন। স্বাস্থ্য বিধি মানাতে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে পুলিশের মাইকিং’র পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট দায়িত্ব পালন করছেন।