বাঘাইছড়ি প্রতিনিধিঃ-রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি (জিপ গাড়ি) থেকে পরে মঙ্গল জ্যোতি চাকমা নামে (৮) নামের এক শিশু মারা গেছে।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার সাজেক ইউনিয়নে এই দূর্ঘটনাটি ঘটে। এসময় শিশুটির বাবা পলক চান চাকমাও গুরুতর আহত হয়। তারা সাজেক ইউনিয়নের রুইলুই পাড়ার বাসিন্দা।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসরাফিল মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে মাচালং বাজার থেকে সাজেকের রুইলুই ফেরার পথে নয় নাম্বার পাড়ায় উচু টিলা উঠার সময় গাড়ির ছাদ থেকে পড়ে যায় বাবা-ছেলে। শিশু মঙ্গল জ্যোতি চাকমা ঘটনাস্থলেই নিহত হয়। পরে আহত অলকচান চাকমাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলে ওসি জানান।