দীঘিনালায় টিবিসি‘র পন্য কিনতে মানুষের ভিড়

180

সোহেল রানা, দীঘিনালাঃ-খাগড়াছড়ির দীঘিনালায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিবিসি‘র) আসন্ন রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রমের পন্যসামগ্রী কিনতে মানুষের ভিড় জমিয়েছে।
বৃহস্পতিবার (৮এপ্রিল) সকালে উপজেলার বোয়ালখালী নতুন বাজারের মের্সাস রাজ্জাক ষ্টোর ডিলারের মাধ্যমে টিবিসি‘র পন্য বিক্রয় করা হচ্ছে।
পন্যসামগ্রীর মূল্য তালিকার মধ্যে রয়েছে ২০-২৫টাকা কমে চিনি মূল্য ছিল-৫৫টাকা, মশুর ডাল-৫৫টাকা, সয়াবিন তেল-১০০টাকা, পেয়াজ-২০টাকা, ছোলা-৫৫টাকা, খেজুর- ৮০টাকা। প্রতি জনে ২কেজি তেল, ২কেজি মশুর ডাল, ২কেজি ছোলা, ৫কেজি পেয়াজ, ২কেজি চিনি কিনতে পারছে।
টিবিসি‘র পন্য কিনতে আসা গীতা রানী, জুলেখা বেগম, মোস্তাফিজুর রহমান বলেন, এমনি খুচরা বাজার থেকে কেজি প্রতি ২০-২৫ টাকা কমে সরকার টিবিসি‘র মাধ্যমে পন্য বিক্রি করছে। গরীব ও সাধান মানুষের জন্য অনেক ভাল হয়েছে।
টিবিসি‘র ডিলার মো: আব্দুর রাজ্জাক বলেন, খুরচা বাজারের পন্য দাম বেশি হওয়া সরকারের টিবিসি‘র পন্য কিনতে ভিড় করছে।