রাজস্থলী প্রতিনিধিঃ-রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় লকডাউন সফল করতে তিনটি বাজারে ব্যাপক তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। লকডাউনের প্রথম দিন থেকে রাজস্থলীতে জরুরী সেবা ব্যতিত সকল ধরনের দূরপাল্লার যানবাহন বন্ধ ছিলো। উপজেলা প্রশাসন, রাজস্থলী ও চন্দ্রঘোনা থানা পুলিশের নির্দেশনায় স্ব স্ব বাজার পরিচালনা কমিটি এবং বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে প্রতিটি বাজারে মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে। এছাড়া খাবার, ঔষধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ।
বুধবার (৭ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক ও রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান এবং চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে বাজার পরিচালনা কমিটি এবং বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও জন প্রতিনিধিদের সাথে নিয়ে লগডাউন কার্যকর ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোদে রাজস্থলী বাজার, বাস স্ট্যান্ড, হ্নারামুখ, বড়ইতলা, ইসলামপুর বাজার, বাঙ্গালহালিয়া বাজার, বটতল সহ বিভিন্ন স্থানে জনসচেতনতাই মাইকিং, লিফলেট, সাবান, ব্লিসিং পাউডার বিতরণ ও মাক্স বিতরণসহ বাজার মনিটরিং অব্যাহাত রেখেছেন এবং বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা নিবার্হী অফিসার শেখ ছাদেক। সাথে জনগনকে সরকারের নির্দেশ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। এসময় রাজস্থলী বাজারে উপস্থিত ছিলেন, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান, বাজার পরিচালনা কমিটির সভাপতি শেখ আহমদ, বাঙ্গালহালিয়া বাজারে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামসুল আলম, ইউপি সদস্য নজরুল ইসলাম, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরুন সেন, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বাঙ্গালহালিয়া বাজারে চৌধুরী মার্কেটে প্রবেশমুখে জনসচেতনতা সৃষ্টির জন্য ব্যানার ফেস্টুন টাঙ্গানো হয়েছে। অন্যদিকে কাপ্তাই তথ্য অফিস ও রেডক্রস সোসাইটি উদ্যোগে জনসচেতনতা মূলক প্রচারণা অব্যাহত রয়েছে।