রোয়াংছড়িতে লকডাউনের সামাজিক দূরত্ব রাখতে মাঠে নেমেছে প্রশাসন

229

রোয়াংছড়ি প্রতিনিধিঃ-কোভিড-১৯, দ্বিতীয় ধাপে করোনা প্রতিরোধী সারাদেশের ন্যায় সরকার ঘোষণা লকডাউনের প্রথম দিনের বান্দরবানের রোয়াংছড়িতে মাঠে নেমেছেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো: আবদুল্ল্যাহ আল জাবেদ।
সোমবার (৫ এপ্রিল) প্রথম দিনের মাঠে নেমে হাট বাজার, চা দোকান, বাজামাল দোকান, ভাতের হোটেল, রেস্টোন্টেগুলো অভিযান চালিয়েছে। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন দোকানদাদের মাস্ক পরে পণ্য বিক্রি করতে হবে এবং ক্রেতারা ও সমাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরেই পণ্য কিনতে হবে। অন্যথায় সরকারি নির্দেশ অমান্যকারীকে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। এর সাথে সাথে সামাজিক দূরত্ব বজায় রাখা মাইকিং করা হয়। এসময় উপস্থিত ছিলেন আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদ কবীর, তদন্ত (ওসি) মনির, এসআই মো: আলঙ্গীর, এসআই বিপুল চন্দ্র রায়সহ আরো অনেকে।