পানছড়ির বয়ো:বৃদ্ধ প্রতিবন্ধী প্রিয়রঞ্জন চাকমাকে সেনাবাহিনীর দৃষ্টিনন্দন বাড়ি উপহার

268

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-পানছড়ির বয়ো:বৃদ্ধ প্রতিবন্ধী প্রিয়রঞ্জন চাকমা অবশেষে স্ব-পরিবারে উঠলো পাকা ঘরে। তার স্বপ্ন পূরণ করে দৃষ্টিনন্দন একটি বাড়ি নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোন।
শনিবার (৩ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম সরেজমিনে উপস্থিত থেকে ফিতা কেটে প্রিয়রঞ্জন চাকমার হাতে ঘরের চাবি তুলে দেন।
এ সময় আবেগ আপ্লুত হয়ে চোখে জল আসে প্রিয়রঞ্জন চাকমার। কান্নাজড়িত কণ্ঠে জানায়, ছিলাম আমি ভাঙ্গা ঘরে আজ থেকে থাকবো স্বপ্নের পাকা ঘরে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সবাই প্রাণ খুলে সৃষ্টিকর্তার কাছে আর্শিবাদের কথা জানান। বৃদ্ধ বয়সের সন্ধিক্ষণে পাকা ঘরে থেকে সুখে শান্তিতে থাকতে পারবো এখন। চার-পাঁচটি খুটির উপর কোন রকম দাঁড়িয়ে থাকা চারিদিকে ভাঙ্গা বেড়ার ঘরের আদলে এখন শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন পাকা বাড়ি আর প্রিয় রঞ্জনের চোখে-মুখে স্বস্তির হাসি।
ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলক, দীঘিনালা উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম, পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল হোসেন, পানছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, সাবেক চেয়ারম্যান সুব্রত চাকমাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।
এসময় খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মো. জাহিদুল ইসলাম, পিএসসি বলেন, মানুষের মৌলিক পাঁচটি অধিকার এর মধ্যে বাসস্থান অন্যতম। মানুষ তার মৌলিক অধিকারসমূহ যাতে সঠিকভাবে ভোগ করতে পারে খাগড়াছড়ি সদর জোন এ বিষয়ে সর্বদাই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি বলেন, খাগড়াছড়ি সদর জোন যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আর্ত-মানবতার সেবায় বেসামরিক প্রশাসনকে তাৎক্ষণিক সহায়তায় সর্বক্ষণ পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে। শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে। মনে রাখতে হবে আমরা সকলেই খাগড়াছড়ি জেলার বাসিন্দা। এ জেলার উত্তরোত্তর উন্নতি এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তিনি ভবিষ্যতেও পাহাড়ী জনসাধারণসহ পাহাড়ে বসবাসরত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এরূপ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিভিন্ন অনলাইন ও পত্রপত্রিকায় পানছড়ির প্রিয়রঞ্জন চাকমাকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এইসব সংবাদটি দৃষ্টিগোচর হয় খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদুল ইসলামের। অবশেষে ১৩ মার্চ থেকে খাগড়াছড়ি সদর জোনের তত্বাবধানে ঘর নির্মার্ণের কার্যক্রম শুরু করে খুব দ্রুত সময়ে সম্পন্ন করে শনিবার (৩ এপ্রিল) সকালে ফিতা কেটে ঘরের চারি হস্তান্তর করা হয়।
এসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর অপরিসীম ভূমিকার কথা জানালেন এলাকার অনেকেই।