খাগড়াছড়ি প্রতিনিধিঃ-বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার/ডিআইজি পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১১টায় সীমান্ত পিলার নং ২২৬৫ এর সন্নিকটে খাগড়াছড়ি ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সেক্টর কমান্ডার বিজিবি খাগড়াছড়ি এবং ডিআইজি বিএসএফ উদয়পুর সেক্টর এর মধ্যে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সমন্বয় সভায় ১৪ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, পিএসসি। বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে খাগড়াছড়ি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে কর্নেল মোঃ আতিক চৌধুরী, বিএসপি, বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শাহ মোঃ ইসতিয়াক, পিএসসি, পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল রুবায়েত আলম, পিএসসি, খাগড়াছড়ি সেক্টরের জিএসও-২ লেঃ কর্নেল মোহাম্মদ এরশাদুল হক, এসি, বাবুছড়া ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মাহবুব আলম, বাবুছড়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।
অপর দিকে বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উদয়পুর সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী জামিল আহমেদ। বিএসএফ প্রতিনিধি দলের সদস্য হিসেবে উদয়পুর সেক্টরের কমান্ড্যান্ট শ্রী দেবরাত নেগী, ৩৪ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী স্বরণ দেব, ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী রজনেশ কুমার, শ্রী রাজিভ রঞ্জন রায়, ডিপুটি কমান্ড্যান্ট, উদয়পুর সেক্টর, শ্রী ডি কে সিনহা, সহকারী কমান্ড্যান্ট, উদয়পুর সেক্টর, কোম্পানী কমান্ডার শ্রী প্রেমজিত, শ্রী পাওয়ান কুমার, সহকারী কোম্পানী কমান্ডার ও শ্রী অনিল কুমার চাওহান, সহকারী কোম্পানী কমান্ডারসহ অন্যান্য বিএসএফ সদস্যগণ উপস্থিত ছিলেন।
উক্ত সীমান্ত সমন্বয় সভায় সীমান্ত সংক্রান্ত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় সীমান্তে বর্তমানে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক অব্যাহত রাখার জন্য উভয় সেক্টর কমান্ডার একমত পোষণ করেন।