দুই সপ্তাহের জন্য বন্ধ হলো বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র

102

রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-করোনা সংক্রমণ প্রতিরোধে বান্দরবানের সকল পর্যটনকেন্দ্র আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষনা করেছে বান্দরবান জেলা প্রশাসন।
বুধবার (৩১ মার্চ) বিকেলে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বান্দরবানের সকল পর্যটনকেন্দ্র বন্ধের এই তথ্য নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক জানান,হঠাৎ করে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি জানান আগামী ১লা এপ্রিল থেকে ১৪এপ্রিল পর্যন্ত বান্দরবানের সকল পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে আর এই সময়ে কোন পর্যটক কোন পর্যটনকেন্দ্রে ভ্রমন করার সুযোগ পাবে না।
জেলা প্রশাসক আরো জানান, করোনার বিস্তার রোধ ঠেকাতে সকল গণ-পরিবহণে ৫০শতাংশের অধিক যাত্রী পরিবহণ করা যাবে না এবং ঠিক একইভাবে সকল হোটেল-মোটেলে ৫০ শতাংশ বুকিং করা যাবে। জেলা প্রশাসক করোনা সংক্রামকের এই সময়টা আগামী দুই সপ্তাহের জন্য বান্দরবানে পর্যটকদের না আসার অনুরোধ করার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি অনুসারে করোনা মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবানও জানান।