স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পৌর ও সদর উপজেলা ছাত্রলীগের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

304

নিজস্ব প্রতিবেদকঃ ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রাঙামাটিতে সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের সম্মানে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষসহ নানা শ্রেণি-পেশার মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে রাঙামাটি পৌর ও সদর উপজেলা ছাত্রলীগ।

এসময় করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ উদ্বোধন করেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

শুক্রবার (২৬ মার্চ) সকাল ৮টায় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে
রাঙামাটি পৌর ও সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

এসময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতবর, পৌর ছাত্রলীগের সভাপতি এইচএম আল্লউদ্দিন, সাধারণ সম্পাদক অপু শ্রীং লেপছা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সুপায়ন চাকমাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।