রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-“বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মার্চ) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় জেলা প্রশাসকের প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জেরিন আখতার, সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপ-পরিচালক কৃষিবিদ ড.এ কে এম নাজমুল হকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বেই দেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এটি বাংলাদেশের জন্য এক অনন্য অর্জন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দূরদর্শীতার কারণে এক সময়ের ‘তলাবিহীন ঝুড়ির’ তকমা ঘুচিয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় বিশ্বের দরবারে আসীন হয়েছে। এই অর্জন বাংলাদেশের জন্য ঐতিহাসিক ও গর্বের বিষয়। এই অর্জন ধরে রাখতে হলে আমাদের সবাইকে হাতে হাত রেখে এক কাতারে এগিয়ে আসতে হবে।