আগামীতে বাংলাদেশ আর কারও কাছে হাত পাততে হবেনা-মোঃ মিজানুর রহমান

175

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের এক অন্যন্য অর্জন ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়।
শনিবার (২৭ মার্চ) সকালে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসনের কার্যালয় হতে বিশাল জাতীয় পতাকাবাহী বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে রাঙ্গামাটি-চট্টগ্রাম প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মারী ষ্টেডিয়ামে গিয়ে শেষ করা হয়।
জেলা প্রশাসনের র‌্যালীতে অংশ গ্রহন করেন, পুলিশ সুপার, জেলা পরিষদ কর্মকর্তাগণ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকারি বেসরকারি কর্মকর্তারা, সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্ক্ষী, সুশীল সমাজ, এনজিও কর্মী, সামরিক বেসামরিক কর্মকর্তাগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা।
এর আগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর র‌্যালীর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন, বাংলাদেশের এক অন্যন্য অর্জন ও স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীীল দেশে পরিনত হয়েছে। দেশে এখন আর কোন অভাব নেই। এক সময় দেশের মানুষ না খেয়ে মারা যেত। বর্তমানে কেউ অনাহারে অর্ধাহারে নেই। সকল দিক দিয়ে এখন বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ। আগামীতে বাংলাদেশ আর কারও কাছে হাত পাততে হবেনা।
এছাড়াও পাহাড়ে সম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সরকার সকল ধরনের উন্নয়নমূখী কাজ করে যাচ্ছে। রাঙ্গামাটিতে আমরা সকল ক্ষেত্রে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো। তাই সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।