যে সকল এনজিও উন্নয়নের নামে টাকা এনে কাজ করছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-মোহাম্মদ মিজানুর রহমান

184

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-মুজিব বর্ষে প্রান্তিক জনগোষ্ঠীর সেবার মান নিশ্চিত করতে এনজিও প্রতিনিধিদের আরো বেশি কাজ করার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, যে সকল এনজিও প্রতিষ্ঠান উন্নয়নের নামে টাকা এনে কাজ না করে বসে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন সুন্দর গ্রাম তৈরি করতে ময়লা আর্বজনা ও প্লাস্টিকের বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখার বিষয়ে সচেতনতা বাড়ানোর আহবান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৩ মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভায় তিনি এ আহবান জানান।
রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সমন্বয় সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মোঃ মামুন, ডিজিএফআই রাঙ্গামাটির অতিরিক্ত পরিচালক মোঃ সাইদুজ্জামান ইভান, যুব উন্নয়ন কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, পার্বত্য দুর্গম এলাকার মানুষ গুলোকে সেবা দিতে এনজিওদের কার্যক্রম আরো বাড়াতে হবে। আগামী বৈঠকে সকলকে রাঙ্গামাটি জেলায় যে কাজ গুলো হচ্ছে তার সঠিক তথ্য দেয়ার আহবান জানান।
সভায় জাতীয় ও স্থানীয় এনজিও প্রতিনিধিরা তাদের কার্যক্রম সম্পর্কে সভায় অবহিত করেন।