নিজস্ব প্রতিবেদকঃ সাবেক রাষ্ট্রপ্রতি ও জাতীয় পাটির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৯২তম জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে কুরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ শনিবার বিকাল ৫টায় রাঙামাটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে এ কুরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় যুব সংহতি রাঙামাটি জেলা শাখার সভাপতি চন্দন বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাঙামাটি জেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাডভোকেট পারভেজ তালুকদার। এছাড়াও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জ্যোতি বিকাশ চাকমা, জেলা জাতীয় যুব সংহতির সহসভাপতি মির্জা মাসুদ রানা, জেলা জাতীয় যুব সংহতির মোঃ আলম ভান্ডারী, রাঙামাটি পৌর জাতীয় যুব সংহতির আহবায়ক রিগ্যাল চাকমাসহ বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ সভায় বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ নিজে প্রতিষ্ঠিত না হয়ে সাধারণ মানুষকে প্রতিষ্ঠিত করেছিলেন। বাংলাদেশকে নতুনভাবে উন্নয়নের মডেল হিসেবে উপস্থাপন করেছেন পল্লীবন্ধু এরাশাদ। তাঁর হাতে গড়া এলজিআরডি মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রাম বাংলাতে লেগেছে উন্নয়নের ছোঁয়া। তিনি আজ নেই আমরা তাঁর জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করি,আল্লাহ তাকে পরকালের জীবনে সুখ শান্তিতে রাখুন। আর তার প্রদর্শিত উন্নয়নের মডেলে বাংলাদেশ পৌঁছে যাক উন্নত বাংলাদেশের দ্বার প্রান্তে।
বক্তারা আরো বলেন, জাতীয় যুব সংহতির নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে রাঙামাটি জেলা যুব সংহতির সভাপতি চন্দন বড়ুয়াকে কমিটিতে স্থান না দেওয়া ক্ষোপ প্রকাশ করেন নেতৃবৃন্দরা।
আলোচনা সভা শেষে, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৯২তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন নেতাকর্মীরা।
পরে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।