খাগড়াছড়ি লেডিস ক্লাবের উদ্যোগে নারীর ক্ষমতায়ন ও কারোনা কালে নারীর অবদান শীর্ষক আলোচনা সভা

204

খাগড়াছড়ি প্রতিনিধিঃ-খাগড়াছড়ি লেডিস ক্লাবের উদ্যোগে নারীর ক্ষমতায়ন ও কারোনা কালে নারীর অবদান ও আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য শির্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি লেডিস ক্লাবের সভাপতি দীপান্বিতা বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লেডিস ক্লাবের সহসভাপতি জীনাত ফারহানা, কানিজ ফাতেমা ও নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি দীপান্বিতা বিশ্বাস বলেন, সমাজ গঠনে নারীর ভুমিকা কোন অংশেই কম নয়। দেশের প্রত্যেকটি উন্নয়ন এবং ক্রান্তিলগ্নে নারীরাও পুরুষের পাশাপাশি সমান ভুমিকা রেখেছে। তাই প্রত্যেক ক্ষেত্রে নারীদের কাজের সমান সুযোগ সৃষ্টি করতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে।
পরে করোনা কালে ঝুঁকি নিয়ে কাজের জন্য সেবা পদক প্রাপ্ত দীঘিনালা উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীনকে শুভেচ্ছা স্বারক প্রদান করা হয়।