রোয়াংছড়ি প্রতিনিধিঃ-বান্দরবানের রোয়াংছড়িতে এক প্রতিবন্ধী ১৪ বছরে কিশোরীকে ধর্ষণে অভিযোগে ক্যপ্লাং পাড়া বাসিন্দা মৃত ক্যজাইপ্রু খিয়াং এর ছেলে হ্লাথুইপ্রু খিয়াং (৫৯) কে ঘটনায় ১৮ দিনের পর আটক করছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোর রাতে আড়াইটা দিকে রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: তৌহিদ কবীরে নেতৃত্বে পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হ্লাথুইপ্রু খিয়াং (৫৯) কে আটক করা হয়। এসময় সঙ্গীয় ফোর্স হিসেবে উপস্থিত ছিলেন তদন্ত (ওসি) মো: মনির,এস,আই বিপুল,এএসআই কমল,এএসআই মো: সোলায়মান খাঁন। ভিকটিমের মামা সাজাইহ্লা খিয়াং ও স্থানীয়রা বলেন চলতি মাসে ১ তারিখে হাট বাজার দিন হওয়ায় ভিকটিমের মা বাজার করতে রোয়াংছড়িতে গেলে ধর্ষণে ঘটনা ঘটে। এসময় বাড়িতে ফাঁকা ছিল। এতে সুযোগ পেয়ে হ্লাথুইপ্রু খিয়াং কিতলাঙ্গ ও শারীরিক প্রতিবন্ধী নাতিকে ধর্ষণ করেন। ভিকটিমের মা বাজারের থেকে আসলে মাকে ধর্ষণে কথা জানিয়ে দেয়। ওই প্রতিবন্ধী কিশোরী মেয়েটি রক্তক্ষরণে অবস্থা ভিকটিমের মাও দেখতে পায়। পাড়া বাসীরা ধর্ষণে ঘটনাকে জানা জানি হলে পাড়া সামাজিক অনুযায়ি শুকর দিয়ে ধর্ষণে ঘটনাকে ধামা চাপা দিতে বাকি জরিমানা ও নামের মাত্রই মিমাংসা করে দিয়ে পল্লী চিকিৎসকে মাধ্যমে চিকিৎসার করতে পরামর্শ দিয়ে ছেড়ে দেন। প্রায় ১৫ দিন পল্লী চিকিৎসকের দ্বারা চিকিৎসার করে ভাল না হওয়ায় গত ১৬ তারিখে বান্দরবানে গিয়ে সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে ভিকটিম কিশোরী মেয়েটি বান্দরবান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে। রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: তৌহিদ কবীর ঘটনা সত্যতা স্বীকার করে বলেন ধর্ষণে অভিযুক্ত হ্লাথুইপ্রু খিয়াংকে আটক করে কোর্টে পাঠানো হয়েছে।